দা টাইমস অফ কলকাতা ডেস্ক – যেখানে খবরের কাগজ বা টিভি খুললে মাঝে মাঝেই কন্যা ভ্রুন হত্যার খবর দেখতে পাওয়া যায়।এর ফলে অনুপাতে কমে যায় কন্যার সংখ্যা।সেখানে এমন ও কিছু দেশ আছে যেখানে পুরুষের থেকে কন্যার সংখ্যা বেশী।
ইউরোপের স্বনামধন্য কিছু দেশই এমনই অবস্থা।যেখানে দেখা যাচ্ছে পুরুষের থেকে নারীর সংখ্যা অনুপাতে অনেক বেশী।রাশিয়া, লাটভিয়া, বেলারুশ, লিথুনিয়া, আর্মেনিয়া, ইউক্রেন এর মতো দেশ গুলিতে মহিলাদের সংখ্যা পুরুষদের থেকে অনেক বেশী।
পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে যে এই সব দেশ গুলিতে গড়ে ১০০ জন পুরুষ প্রতি ১১৭ জন করে মহিলা বসবাস করে।
এছারাও দেখা যাচ্ছে যে এখানকার মহিলারা পুরুষদের থেকে গরে ১১ বছর বেশী বাঁচেন।ফলে পুরুষ মহিলার ভারসাম্যতেও এর প্রভাব পরছে।
দেখা যাচ্ছে এই সব দেশ গুলিতে মহিলারা যে বয়সে সংসার করার জন্য তৈরি হচ্ছে সেই বয়সে পুরুষরা হয় মারা যাচ্ছে নাহলে আত্মহত্যা করছে।এই দেশ গুলিতে আত্মহত্যার পরিমান ও তুলনামূলক ভাবে বেশী।
তাই এই সব দেশ গুলি পুরুষ ও মহিলদের মধ্যে ভারসাম্য আনার জন্য এশিয়ার দেশ ভারত,বাংলাদেশ থেকে পুরুষ নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে।