দা টাইমস অফ কলকাতা ডেস্কঃ এই বছর এখনো বিদায় নেয় নি বর্ষা। শীত ও এখনো পড়েনি সেরকম। তবে এবার সব ধরণের জল্পনার অবসান ঘটিয়ে পাকাপাকি ভাবে বাংলা থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। এবার আস্তে আস্তে খবরের শিরোনাম দখল করেছে উত্তুরে হাওয়া। রুক্ষ ত্বক আস্তে আস্তে শীতের উপস্থিতি জানান দিচ্ছে। ভোর বেলাতেও শীতের আগমন টের পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে পড়ছে শীত।
এবছর বর্ষা বিদায় নেওয়ার কথা ছিল বেশ কয়েকদিন আগেই। কিন্তু বঙ্গোপসাগরের ওপর আবার ঘূর্ণবাত সৃষ্টি হওয়ায় বর্ষা বিদায়ের বদলে থেকেই যায়। তবে এবার পাকাপাকি ভাবে বর্ষা বিদায় নিলেও উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এখনো। কর্ণাটক,কেরালা,তামিলনাড়ুর দিকে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।
বর্তমানে বাংলার আকাশে কালো মেঘের বদলে রোদ্রোজ্জ্বল দিন ই বিরাজ করছে। ধীরে ধীরে শীতের রোদ গায়ে লাগছে। আবহাওয়া বিদদের মতে এবছর বাংলায় পড়তে চলেছে জাঁকিয়ে শীত। আজকে সকালের দিকে আবছা রোদ থাকবে রাতেও আকাশ থাকবে আবছা।
ক্যালেন্ডার থেকে ধীরে ধীরে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বিদায় নিলেই শুরু হবে কনকনে ঠান্ডার পালা। সারা বছর কম বেশী বৃষ্টিপাত খবরের শিরোনাম দখল করলেও এবার কনকনে শীতের শিরোনাম নেওয়ার পালা আসছে।