দা টাইমস অফ কলকাতা- স্বামীর মাথায় টাক! জানতে পেরেই রেগে আগুন স্ত্রী!! তাই বলে সোজা থানায়? হ্যা আমনি ঘটনা ঘটেছে মুম্বাইতে! ঠিক যেন সিনেমার গল্প। যে ঘটনা আমরা সিনেমায় দেখে আসছি সেই ঘটনারই ছবি ভেসে উঠলো এদিন।
বেশ কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২৯ বছরের এক যুবকের বিরুদ্ধে ঠকিয়ে বিয়ে করার অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী৷ অভিযোগ, মাথায় টাক থাকা সত্ত্বেও বিয়ের আগে হবু স্ত্রীকে তা জানাননি ওই যুবক৷ পরচুলা পরে নিজের টাক ঢেকেছিলেন তিনি৷
পেশায় চার্টার্ড ইঞ্জিনিয়ার অই যুবকের মাথায় টাক আছে জানতে পেরেই রেগে আগুন স্ত্রী। বিয়ের সময় পরচুলা পরে স্ত্রীর সাথে প্রতারনা করেছেন এই মর্মে থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী।
স্বামীর মাথায় টাক আছে জানলে কখনওই বিয়েতে রাজি হতেন না তিনি৷ স্বামীর মাথায় টাক রয়েছে, এ কথা জানতে পেরে মানসিক ভাবে তিনি ভেঙ্গে পোড়েছেন বলেও জানান তিনি।